পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

おの>8 পুরোহিত-দর্পণ। ' ' ৫ম খণ্ড । -g লোকনাথং ত্ৰিলোকেশং কৌস্তুভাভরণং হরিম্ ॥ পীতাম্বরং শুক্লবৰ্ণং শ্ৰীবৎসপদভূষিতম্। গোবিন্দং গোকুলানন্দং ব্রহ্মাস্তৈরভিপূজিতম।” এইরূপ ধ্যান করতঃ গন্ধপুষ্পম্বাবা পীঠ পুঙ্গা করিবে। যথা—এতে গন্ধপুষ্পে ওঁ আধরশক্তয়ে নমঃ । এইরূপে—প্ৰকৃত্যৈ, কমঠায়, জ্ঞানায়, কুৰ্ম্মায়, ক্ষীরসমুদ্রায়, রত্নদ্বীপায়, দেবতাভ্যঃ, মুনিত্যঃ, মারদাদিঋষিভ্যঃ, পৰ্ব্বতেভঃ, কল্পক্রমায়, মণিমণ্ডপায়। অনন্তর পূর্ববৎ ধ্যাম করিয়া পুষ্পটি পূজাপারে প্রদান কপিয়া আবাহন করবে। যথা—শ্ৰীভগবৎসত্যনারায়ণদের ইহাগচ্ছ ইহাগচ্ছ, ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ অত্রাধিষ্ঠানং কুরু, মম পুজাং গৃহাণ । আগস্থ ভগবন দেব সৰ্ব্ব কাম-ফলপ্রদ । মৎপূজন সুসিদ্ধাৰ্থং সান্নিধ্যমিহ কল্পয়। অনন্তর বোড়শোপচারে “ওঁ সত্যনারায়ণtয় নমঃ" এই ক্রমে সত্যনারারণের পূজা করবে। হনশক্তি হইলে পাখাদি দ্বাবাও পুঙ্গা হইতে পারে অতঃপর নৈবেদ্য ( ময়দা বা চাউলের গুঁড়া ও দুগ্ধ, গুড়, রক্তা প্রভৃতিতে KK KKB BB DDSDBB BBB SBBSSBBBBB BBB BBBS যথা— ওঁ সপাদং গোধুর্য চর্ণং দুগ্ধরস্তাদিশর্কলম্। সঘুতেককৃতং সৰ্ব্বং নৈবেদ্যং গুহ্যতাং প্রস্তে ॥—এতৎ গোধুমচূর্ণ-দুগ্ধ-রস্তা-শর্করান্তেকীকৃতনৈবেদ্যং ওঁ সত্য মারায়ণায় নমঃ } যদি গোধূম না হইয়া চাউলের গুড়া হয়, তবে “সপাদং গোধুমচূর্ণং" স্থলে “সপাদং শালিচুৰ্ণং" এবং “এতৎ গোধুমচূর্ণং” স্থলে “এতৎ শালিচুৰ্ণং” বলিতে হইবে । অনন্তর বামহস্তে গ্রাসমুদ্রা দেপাইয়া, দক্ষিণ হস্তে কনিষ্ঠা ও অনামিকা অঙ্গুলির যোগে “প্রাণায় স্বাহা” । তর্জনী, মধ্যম ও বুদ্ধা অঙ্গুলীযোগে “অপালায় স্বাস্থা” । মধ্যম, অনামিকা ও বুদ্ধাঙ্গুলির যোগে—“সমানায় স্বাহী” । তর্জনী, মধ্যম, অনামিকা ও বৃদ্ধাঙ্গুলীর যোগে—“উদানায় স্বাহ৷” । পঞ্চাঙ্গুলীর যোগে–“ব্যানায় স্বাহা” বলিবে। পানার্থ জল, পুনরাচমনীয়, তাম্বুল প্রভৃতি প্রদান করিয়া, যথাশক্তি জপ করতঃ “গুহ্যাতি গুহ গোপ্ত ত্বং গৃহাণাক্ষৎকৃতং জপং । সিদ্ধিৰ্ভবতু মে দেব তৎপ্রসাদীজ্জনাৰ্দ্দন” । এই মন্ত্র পাঠ করিয়া, জল ফেলবার পাত্রে একটু জল দিয়া জপসমাপন করিবে । অনন্তর মণ্ডল প্রদক্ষিণ করিয়া মন্ত্র পাঠ করিবে ।