পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cम १७ * সত্যনারায়ণ-পাচালী । : సెస్బి) বলহ ধৰ্ম্মজ্ঞ সুত কলি আগমনে । কি উপায়ে হরিভক্তি পারে নরগণে ॥ কলিতে হইবে সবে পাপকৰ্ম্মে রত । যাগ-যজ্ঞ ধৰ্ম্মহীন প্রাণ অন্নগত ॥ তেকারণে পীড়াদিতে হইবে পীড়িত । অল্পবিত্ত অল্পধন সুপথ - বর্জিত ৷ ধৰ্ম্ম ত্যজি যেই জন পাপে রত হয় । সবংশেতে ভুঞ্জি দুঃখ নরকেতে যায় । অল্পশ্রমে অল্পধনে অল্পকালে হয় । এমন ব্রতের কথা কহ মহাশয় ॥ যার উপদেশে লোক পাপ পুণ্য করে । শাস্ত্রে কহে পাপ-পুণ্যভাগী সেই নরে ॥ পুণ্য উপদেষ্ট আর কলুষ-বর্জিত। পাপপস্থা বিরোধী যে কেশবে গণিত ॥ জ্ঞান প্রাপ্ত হয়ে লোকে নাহি দিলে জ্ঞান। জ্ঞানরূপী হরি কভু প্রসন্ন না হন । পৃথিবীতে বহুরত্ব আছে বিদ্যমান। সে সবার শ্রেষ্ঠ হয় মহারত্ব জ্ঞান | জ্ঞান দান যেই করে সে পরমদাতা । নারায়ণ সম সেই অধমের ত্ৰাতা । তুমি স্থত ব্যাস শিষ্য বেদার্থ-বিদিত । সত্যবক্তা ধৰ্ম্মদাতা বৈষ্ণবপুজিত ৷ কহ কৃপা বিতরণে ওহে মহাশয় । অনায়াসে যেই ব্রতে বাস্থা সিদ্ধি হয় ৷ কলির মানব সদা পাপে হয় রত । তাহীদের উদ্ধারের কহ মুনি পথ ॥ -. শুনিয়া শৌনক-বাণী, আনন্দিত স্থত মুনি, কহে ধন্য ধন্য মহাশয় । তুমি বৈষ্ণবের শ্রেষ্ঠ, নাশিতে জীবের কষ্ট, নিরন্তর তোমার আশয় ॥ পরহিতে রত যেই, ধাৰ্ম্মিকের শ্রেষ্ঠ সেই, নবরূপে তিনি নারায়ণ। জিজ্ঞাসিলে যেই কথা, বলিতেছি জানি যথা, বন্দিয়া শ্ৰীব্যাসের চরণ ॥ বীণাযন্ত্ৰে তুলি তান, মুখে হরি গুণগান, প্রেমানন্দে হইয়া মগন । একদা নারদ যোগী, প্রাণিগণ হিত লাগি, মৰ্ত্ত্যলোকে করেন ভ্রমণ ॥ দেখে তথা নিজ দোষে, ভুঞ্জি দুঃখ অবশেষে, যায় জীব অধম যোনিতে । কেহ বা রোগেতে পড়ি, যাইতেছে গড়াগড়ি, কেহ অন্ন না পায় খাইতে ॥ শোকের সাগরে ফেলি, কার পুত্র যায় চলি, অকালেতে কালের ভবনে ॥ কষ্টের সঞ্চিত ধন, হরয়ে তস্করগণ, পায় দুঃখ বিধির বিধানে । নিজ কৰ্ম্মদোষে হায়, জীবগণে কষ্ট পায়, কি উপায়ে পায় পরিত্রাণ । ভাবিতে ভাবিতে মনে, চলিল। বৈকুণ্ঠধামে, যথায় বসেন পাপিত্রাণ ॥ শুক্লবৰ্ণ চারিকর, শঙ্খ-চক্র-গদাধর, গলদেশে শোভে কলমাল -- পীতাম্বর লক্ষ্মীশ্বরে, দেখি প্রেমভক্তি ভরে, নারদ মুস্তব আরম্ভিলা ॥ প্রণমামি নারায়ণ, সৰ্ব্বেশ্বর সনাতন, নমস্তে বাস্থানে অগোচর। নমঃ শ্ৰীমধুসূদন, নমঃ দানবদলন, স্থষ্টি-স্থিতি-প্রলয়-ঈশ্বর ॥ তুমি আদি অন্ত হীন, তুমি রাজ তুমি দীন, তুমি প্ৰভু সগুণ নিগুণ। তব অনন্ত মহিমা, বেদে নারে দিতে