পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[. ৯২৪ পুরোহিত-দপণ । ৫ম খণ্ড । সীমা, জয় জয় জগতজীবন । তুমি পিপঞ্জী নমস্তে শ্ৰীঅস্বরারি, কর ভক্তের লালসা পূর্ণ। নারদের শুনি স্তব, হাসি কহেন কেশব, বল বৎস কি তব মনন ॥ মুনি কহে যে মননে আসিয়াছি হেথা । জান না কি তুমি প্রভো সৰ্ব্বচিত্ত জ্ঞাত ॥ লোক শিক্ষা দিতে যদি জিজ্ঞাস হে হরি । বলিতেছি যে কারণে এসেছি এ পুরী ॥ ভ্রমণ করিতে মৰ্ত্তলোকে আজি আমি । বহু কষ্টে তাছে দেখিলাম সব প্রাণী ॥ মৰ্ত্তলোকে নর সব নানা পাপে রত। বহু শোকাচ্ছন্নমতি মোক্ষ-জ্ঞানে হত ॥ অল্পশ্রমে অল্পধনে যেই ব্ৰত করি। ইহকালে সুখ ভুঞ্জি তান্তে যায় তরি । এমন ব্রতের কথা কহ জনাৰ্দ্দন। মানুষে সহজে পারে করিতে পালন ॥ নারদের কথা শুনি কৃপার নিধান । কহেন সুধন্য তুমি বৈষ্ণব-প্রধান ॥ বড় তুষ্ট হইয়াছি তব কথা শুনি । মনোরম ব্রত এক আছে ওহে মুনি ॥ স্বর্গে কি ধরাতে তার তুল্য নাহি আর বাঞ্ছা পূর্ণ হয় তুর্ণ সৰ্ব্বসিদ্ধি সার ৷ করিলে সত্যের সেবা মহাশুভ হয়। ইহলোকে সুখ অস্তে বৈকুণ্ঠ লভয় ॥ প্রভুবাক্য শুনি মুনি করি যোড় হাত । কহে কি বিধান তার কহ জগন্নাথ ॥ কি ফল করিলে ব্ৰত কিসে প্রকাশিল । পুরাকালে সেই ব্ৰত কে বা আচরিল। কৃষ্ণ কহেন সে বিধান শুন তপোধন । যাহা ত্যাচরিলে হয় সৌভাগ্য বৰ্দ্ধন ॥ মহামান্ত ধন ধান্ত আদি বৃদ্ধিকর। সৌভাগ্য সন্ততি কর অতি শ্রেয়স্কর । তিথি বা নক্ষত্র বার না আছে বিচার। যে সে দিনে হয় ব্রত করিলে আচার ॥ সন্ধ্যাকালে সত্য-পূজা করিবে সাদরে । শুন বলি যেই দ্রব্য লাগে ব্ৰতবরে। গোধুমচূর্ণক ঘূত ক্ষীর রস্তা ফল । গোধূম অভাবে দিবে আতপ তণ্ডুল। শর্করা বা গুড় দিবে সব সওয়া ভাগে । একীকৃত করি নিবেদিবে সত্য-আগে ॥ ব্রাহ্মণে দক্ষিণা দিবে ভক্তিযুক্ত হয়ে । শুনিবে ব্রতের কথা বন্ধুগণ লয়ে ॥ প্রসাদ পাইয়া নৃত্য গীত আচরিবে। স্তব করি সত্যনারায়ণে গৃহে যাবে । এ বিধানে করে যেই সত্যের পূজন । যাহা বাঞ্ছা লভো-ভাই শাস্ত্রের লিখন । পুরাকালে সত্যনারায়ণ-ব্ৰত সার । যেইরূপে মৰ্ত্ত্যভূমে হইল প্রচার । তোমার নিকটে তাহা কহি বিস্তারিয়া। সুরেন্দ্রমোহন ভণে ভাষাতে রচিয় ॥ যেই শুনে এই কথা বাঞ্ছসিদ্ধি হয় । হরি হরি বল সবে যাবে যম-ভয় ॥ I কাশীপুর নামে গ্রাম মনোহর অতি। সদানন্দ দ্বিজ তথা করয়ে বসতি।