পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম খণ্ড । * সত্যনারায়ণ-পাচালাঁ । ৯২৫. অতীব দরিদ্র সেই উদরের দায়। ভ্রমণ করয়ে মহী ভিক্ষার আশায় ॥ ব্রাহ্ম ণের দুঃখ দেখি প্রভু নারায়ণ । রন্ধদ্বিজ-রূপ ধরি করি আগমন ॥ কহেন ব্রাহ্মণে তুমি দেশে দেশ ফির ! কিবা তব বাঞ্ছা মোরে বল ওহে ধীর, ব্রাহ্মণ কহেন প্ৰভু অন্ত আশা নাই। দরিদ্রতা হেতু আমি বড় কষ্ট পাই | জান যদি তুমি কিছু ইহার উপায় । বলি দাও কবি তাই ওহে মহাশয় ॥ বৃদ্ধ দ্বিজ বলে শুন দরিদ্র ব্রাহ্মণ। বাস্থ্যসিদ্ধ হবে পূজ সত্যনারায়ণ । অপুত্র লভয়ে পুত্র নিধনেতে ধন । সৰ্ব্ববাস্থপূর্ণকারী প্ৰভু নারায়ণ । অতঃপর বিধানাদি বলিয়া তাহারে। অন্তৰ্দ্ধান হন প্রভু ব্রাহ্মণ-গোচরে । অদৃশ্য দেখিয়া তারে বিপ্র চমৎকৃত । বিধি নিধি মিলাইল না হইল ঘৃত ॥ যে হোক সে হোক আমি আচবিল ব্রত । গৃহে গেল দ্বিজ ইহা করিয়া নিশ্চিত । অনিদ্রায় নিশি যাপি প্রভাতে উঠিল । সত্যপূজা হেতু ভিক্ষা করিতে চলিল । সত্যদেব প্রসাদেতে মিলে বহু ধন । তাহা দিয়া পুজা-দ্রব্য করয়ে গ্রহণ ॥ সন্ধ্যাকালে নিমন্ত্রিয়া আনি বন্ধুগণে । যথাবিধি পূজে দ্বিজ সত্যনারায়ণে ॥ সত্যের প্রসাদে হয় দারিদ্র্য মোচন । পুত্রপৌত্ৰে বাড়ে হয় সৰ্ব্ব সুলক্ষণ ॥ সত্যনারায়ণ ব্রত সর্বশ্রেষ্ঠ হয়। ইহকালে সুখ অন্তে বৈকুণ্ঠ লভয় ॥ পৃথিবীতে যেই নর এই ব্রত করে । সৰ্ব্বসুখ পায় দুঃখ যায় সত্যবরে ৷ নারদে কহিলা যাহা দেব দামোদর । তোমাব নিকটে কহিলাম মুনিবর ॥ সুরেন্দ্র মোহন ভণে পয়ারে রচিয়া । হবি হরি বল সবে বদন ভরিয়া ॥ স্বত-মুখে এত শুনি শৌনক কহিল ৷ কহ স্থত সত্যব্রত আর কে করিল। স্থত কহে মুনিগণ করহ শ্রবণ। সত্যনঃরায়ণে পূজে সেই ত ব্রাহ্মণ ॥ দৈবযোগে একদিন এক কাঠুরিয়া । ব্রাহ্মণ-অভ্যালয়ে যায় তৃষ্ণাতুর হৈয়া ॥ বন্ধুগণ লয়ে দ্বিজ সত্য-ব্রত করে । কাঠুরিয়া কহে দ্বিজ পূজা কর কারে । কি ফল ইহাতে কিবা ব্রতের বিধান। শুনিতে বাসনা বড় কহ কৃপাবান ॥ দ্বিজ কহে পূজি সত্য বাঞ্ছাফলপ্রদ। দুঃখ যায় মুখ হয় পুত্ৰাদি সম্পদ ৷ সত্যব্ৰত করি মম দুঃখ হইল দুর । দাসদাসী রত্নাদিতে পরিপূর্ণ পুর। ব্রত-কথা শুনি কাঠুরিয়া সুখী মন ॥ জলপান করে আর প্রসাদ ভক্ষণ ॥ সত্যে ক্ষরি কাষ্ঠভার মস্তকে করিল। বিক্রয় কারণে লয়ে নগরে চলিল ॥ মনে ভাবে কাষ্ঠ বেচি যে কড়ি পাইব । তাহা দিয়া সত্যব্রত নিশ্চয় করিব ॥ সেই দিনে কাষ্ঠমূল্য দ্বিগুণ পাইল । বিধিমতে পূজাদ্রব্য বাছিয়া কিনিল ৷ সন্ধ্যা কালে সবান্ধবে সত্যনারায়ণে । পুজা করি তুষ্ট হয় প্রসাদ ভক্ষণে ॥ ব্রতের