পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెఫిరా পুরোহিত-দর্পণ । १भ १७ ॥ পুজা করে দ্বিজ বন্ধুগণ লয়ে। বসি কলা গুনে কথা ভক্তিযুক্ত হয়ে । পুজান্তে প্রণাম করি প্রসাদ লইল ॥ আপন অভীষ্ট বর প্রার্থনা করিল। অনাথিনী অবলায় দেব কৃপা কর। স্বামী সহ বাপে মোর আনি দেহ ঘর ; মনেতে প্রার্থনা করি প্রসাদ লইয়া। দ্রুতপদে গেল কলা গৃহেতে চলিয়া ॥ যামিনী অধিক করি কন্যা ঘরে আসে। সন্দেহ করিয়া তার মাতা কটু ভাবে। এত রাত্রে কোথা ছিলে বল কলাবতী। স্বামী তব গৃহে নাই একি লো দুৰ্ম্মতি ॥ কি তোমার মনে আছে কিছু নাহি জানি । কুলের কলঙ্ক হয় অসতী রমণী ॥ স্বামীর বিহনে নারী না যাইবে কোথা । স্বামী সহচর বন্ধু স্বামী সে দেবতা ৷ স্বামী ভিন্ন গতি অন্য নাহি নারীগণে । ব্রত তীর্থ পুজা হোম পতির চৰণে স্বামীপদ ত্যজে যেই অন্ত বাঞ্ছা করে । কোটী কল্প থাকে সেই নরক ভিতরে ৷ কলাবতী বলে মাগো তব কথা সার । কিন্তু পতিপদ ভিন্ন নাহি জানি আর ॥ যে কারণে আমার বিলম্ব তাহা শুন । সত্যব্রত হতেছিল ব্রাহ্মণভবন ॥ প্রসাদ পাইকু শুনি সে ব্রতের কথা । মাগিলাম স্বামীসহ আন ঘরে পিতা n এত বলি সত্যের প্রসাদ মাকে দিল । হর্ষ হয়ে লীলাবতী প্রসাদ ধাইল ॥ পর দিন ভিক্ষা করি যা কিছু পাইল । তাহা দিয়ে মায়ে ঝিয়ে সত্যেবে পূজিল। প্রার্থনা করিল ভক্তিভরে যোড়করে । আন দেব স্বামী সহ গৃহে জামাতারে ॥ ব্রতের প্রভাবে তুষ্ট সত্যনারায়ণ । চন্দ্রকেতু নৃপতিরে দেখান স্বপন ॥ যে দুটি বণিকে রাজা রেখেছ বাধিয়া। প্রত্যুষে তাদের দিবা বিমুক্ত করিয়া । অতঃপর যাহাদের যত রত্ন ধন । দ্বিগুণ করিয়া তাহা করিবে অৰ্পণ । অন্যথা করিলে তুমি সবংশে মজিবে । দারা-পুত্র-রাজ্যধন সকলি হারাবে ॥ স্বপন দেখিয়া রাজা উঠিল চমকি । যামিনী হয়েছে ভোর ডাকে নানা পাখী ॥ গাত্ৰোখান করি রাজা সভয় অন্তরে । সভায় গমন করি বলিল মন্ত্রীরে ॥ ত্বরায়ে মোচন কর সাধু দুই জনে। রাজ-আজ্ঞাপেয়ে মুক্ত করে সেই ক্ষণে ॥ বন্ধন মোচন করি ক্ষেীর করাইল । স্বান করাইয়া শুভ্র বস্ত্র পরাইল ॥ চৰ্ব্ব্য চোস্য লেহ পেয় বিবিধ প্রকারে। ভোজন করায় দোহে মিত্র ব্যবহারে । অনন্তর বলে রাজা সাধুর সদন। অপরাধ ক্ষম মোর বণিক নন্দন। অদৃষ্টে আছিল দুঃখ তাতে পেলে ক্লেশ । এবে শুভক্ষণে যাও আপনার দেশ ॥ বণিকের যেই ধন রাজা নিয়েছিল । তাহার দ্বিগুণ করি সব সমপিল ॥ "শুভক্ষণে শুভদিনে সাধু দুই জন। নৃপবরে মিষ্টভাবে করি সন্তাষণ । ইষ্টদেব স্মরি করি মঙ্গল আচার । দ্বিজগণে দান করি বিভব বিস্তর ॥