পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెరిరి পুরোহিত-দর্পণ । , ৫ম খণ্ড । তোমায় সদাগর:এস্ত গুনি, দিব্য: জ্ঞানে হয়ে জ্ঞানী, জানিল কে দণ্ডিরূপধর পুলক পূর্ণিত কায়, প্রেম অশ্র-ধারা বয়, নতজামু যুক্ত দুই কর । পাপ তাপ দূরে যায়, মায়া মোহ ছিন্ন হয়, ভাবে ভোর সাধুব অন্তর । ভক্তিতরে করে স্তব, জয় জয় হে কেশব, জয়প্রভু শঙ্খ-চক্ৰধর । , ব্ৰহ্মাদি দেবতাগণ, তব মায়ায় মুগ্ধ হন, না জানেন গুণ রূপ আদি । পঞ্চানন পঞ্চমুখে, তব নাম গান সুখে, তুমি দেব বিধাতাব বিধি ৷ তবে প্রকাশিতে লীলা, এ সব তোমার খেলা, নিরাকার তুমি লক্ষ্মীপতি। পতিতে প্রসন্ন হও, চরণের ছায়া দাও, তুমি নাথ অগতির গতি ॥ সুহৃদগণের সনে, যথা সস্তাবিত ধনে, পূজিব তোমারে নারায়ণ। সাধু প্রতি প্রীত হয়ে, বর দেন ধন লয়ে, কর সাধু গৃহেন্তে গমন ॥ ছায়ার মতন করি, অন্তৰ্দ্ধান হন হরি, সাধু যায় নৌকার উপরি । দেখে নৌকাতরা ধন, আছে পূর্বের মতন, আনন্দেতে বলে হরি হরি ॥ আনন্দিত মনে সাধু ছাড়িল তরণী । বাজার পাইয়া দ্রব্য কিনিল তখনি । সন্ধ্যাকালে ক্ৰত পূজে সত্যনারায়ণ । বন্ধুগণ সহ করে প্রসাদ ভক্ষণ ॥ সাধুর পূজাতে তুষ্ট হন নারায়ণ। বর দেন হোক তব অতীষ্ট পূরণ। সাধু বলে শুন সবে নিশ্চিত বচন । সৰ্ব্বসিদ্ধি ফলপ্রদ সত্যনারায়ণ ॥ বিশেষতঃ কলিযুগে অন্যগতি নাই। সত্যনারায়ণ ব্রত কর সবে ভাই ॥ অনন্তর গেল সাধু তরণী ছাড়িয়া । কিছুদিনে উপনীত স্বপুরে যাইয়া ৷ সাধু কহে জামাতারে শুন বাছাধন । ঐ দেখ দেখা যায় আমাব ভবন ॥ ভাৰ্য্যা কন্যা আন ত্বরা দূত পঠাইয়া। ঘরে নিবে ধন-রত্ন বরণ করিয়া ॥ আজ্ঞা পেয়ে গেল দূত সাধুব ভবনে। প্রণাম করেন লীলাবতীর চরণে ॥ কহে দূত জামাতা সহিত সদাগর । বাণিজ্য করিয়া এল ঘাটের উপর । কন্যা সহ গিয়া তথা বরণ করিয়া । আন ধন-রত্ন আদি গৃহেতে তুলিয়া । এত শুনি আনন্দিত সতী লীলাবতী। সত্যপূজা সমাপিয়া কহে কন্যা প্রতি ॥ ত্বরা যাই সজামাতা পতির সদনে। পাছু এস তুমি সত্য প্রসাদ ভক্ষণে ॥ এতেক বলিয়া ত্বর, বণিক সুন্দরী । বাটে যায় মনে মনে সত্যদেব ক্ষরি ॥ শুনি কলাবতী নাথ-আগষম। ব্যাকুল হইল বড় মন উচাটন। য়ে ধ দরশনে যথা চাতকিনী যায়। নাথ দরশন-আশে যায় সেই প্রায় । সর্বে চ্যর প্রসাদ ভুলি মাটিতে ফেলিল। ক্রতপদে কলাবতী ঘাটতে চলিল প্ৰসাদ অমান্ত হেতু রুষ্ট ভগবান। জলমাকে হয় তার স্বামী অন্তৰ্দ্ধান। লোকসহ