পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম খণ্ড । • রামেশ্বরী-সত্যনারায়ণ-পাঁচালী । ఫె8') বলি পীর হৈলা মাঠে। মোরা দেখি কেরামৎ তবে জানি বটে। প্ৰভু যার সখা তার ঋদ্ধি সিদ্ধি বলে । তুঞি যদি তেমন কেন তৃণ নাই চালে ॥ অন্ন বস্তু নাই ঘরে ভিক্ষায় ভক্ষণ । কৃপার কি চিহ্ন এ তো ক্ষেপার লক্ষণ ॥ কেরামত দেখাও যদি সখা পেগাম্বর। দেখি কুঁড়া যাক পুড়ে হোক দিব্য স্বর ৷ বেড়া অগ্নি দিয়ে ঘরে প্রবেশিলে তায় । তাতে যদি জীয়ে লিরি খাব সৰ্ব্বদায় ॥ না জলে অনলে কহু পীর সখা যার। কেশরী কুঞ্জরে কি করিতে পারে তার ॥ যেই কহ সেই বটে তবে পরিত্রাণ । তার সাক্ষী পুরাণে প্ৰহলাদ উপাখ্যান ॥ এত শুনি বিষ্ণুশৰ্ম্ম সত্যপীরে স্মরে। ব্রাহ্মণেভ্যো নমঃ বলি প্রবেশিল ঘবে ॥ নরনারী হেরাহেরি ঠেরাঠেরি সব । কেহ বলে প্রবন্ধে পাইল পরাভব। এতগুনি বিষ্ণুশৰ্ম্ম বসিলেন যোগে । পতিব্ৰতা সতী শোভা পাইল বামভাগে ॥ হরি হরি হরি বলে সবে উচ্চৈঃস্বরে । অনল আনিয়া কেহ দ্রুত দেয় ঘরে ॥ কেহ বলে রাম রাম কেহ বলে শিব। প্রতাপে উঠক অগ্নি মোবা কেন দিব ॥ বিষ্ণুশৰ্ম্ম বলে যদি সত্য সত্যপীর। দহ দহ দত কুঁড়্যা দেহ সুমন্দির ॥ বহ্নি বীজ জপে দ্বিজ ডাকে ওষ্ঠ পুটে । পীবের প্রতাপে অগ্নি চাল ফুটে ওঠে । দাক্ষিণাত্য পবন পাবক হৈল সখা । পাবক ব্যাপক যেন দাহকের লেখা ॥ লোকে হাহাকার চমৎকাব উচ্চরোল । রাওয়ারাই ধাওয়াধাই মহাগণ্ডগোল ॥ চক্ষুর নিমিষে অগ্নি হৈল ঘরময়। প্রভূ আসি দাসদাসী কোলে করি রয় ॥ যেমন জৈয়ের ঘরে জনকনন্দিনী । পৃথ্বীপতি কোলে করি রহিল আপনি ॥ তেমন ব্রাহ্মণ বিষ্ণুশৰ্ম্ম মহাশয় । পাইয়া পীরের অঙ্ক নিবাতঙ্কে রয় ॥ সৰ্ব্ব অঙ্গ পুড়ে ভস্ম হইল যখন। ইন্দ্ৰ আসি মৃধারষ্টি করিল তখন ॥ হেনকালে যোগবলে প্রকাশিলা পীর। দিলা অট্টালিকা ঘর বেষ্টিত প্রাচীর ॥ বাহিব তৈল বিষ্ণুশৰ্ম্ম বাঘে আসোয়াব । দেখিয়া সকল লোকে লাগে চমৎকার । কব পুটে কহে সবে তুমি সত্যপীর । মহীতলে মিছে মায়া মনুষ্য শরীর ॥ জাহির হইল তবে জামিল সবাই । ক্ষম অপবাধ প্ৰভু দেহ সিন্নি খাই ॥ কাকুতি প্ৰণতি স্তুতি কবিয়া বিস্তব । পীবের প্রসাদ পাইয়া সবে গেলা ঘর ॥ ভোজন করিলা শেষে ব্রাহ্মণ ব্রাহ্মণী । কহে রামেশ্বর সবে কর হরিধ্বনি আচমন মুখশুদ্ধি করি দুই জনে। রাত্রিকালে কুতুহলে রহিল, শয়নে ॥ প্রভাতে উঠিয়া স্বরে সত্যনারায়ণ । প্রিয়া করে পুষ্পাদি পূজার : আয়োজন ॥ পীর বিনা দোহাকার অন্ত নহে মন । সিন্নি দিয়া