পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8Հ o পুরোহিত-দৰ্পণ । ৫ম খণ্ড । নিত্য পূজে লয়ে গ্রাম্যজন ॥ প্রেমে,বদ্ধ হয়ে পীর রহিলেন ঘরে। খুচাইয়া বিপদ সম্পদ দিল তারে। বিষ্ণুশৰ্ম্ম ছিল হৈল সত্যপীর নাম। দাস দাসী হস্তী ঘোড়া ধনে যোড়া ধাম ॥ এমত জাহির পীর পুজে দ্বিজাগারে। কাছে কত নর নারী আছে যোড়করে । কি দিব ধনের লেখা কি কহিব আর ॥ আপনাকে কুবের করয়ে তিরস্কার ॥ দুয়াবে দুন্দুভি বাজে ফুকারে নিশান । আকাশে আলাম উড়ে পীরের নিশান | কার কোন কথা দ্বিজ অগোচর নয় । বাকৃসিদ্ধি যারে যা বলেন তাই হয় । দেশে দেশে প্রতাপ জাহির হৈল বাড়া । দশ বিশ হাজার হুজুরে রহে খাড়া । ভিড়ে কেহ দেখে কেহ দেখিতে না পায় । তবে উচ্চ মঞ্চ করি বসিলেন তায় । বামভাগে বিরাজে বনিতা অনুক্ষণ । দরশনে সিদ্ধি মনোরথ কতজন ॥ আমির উমরাও জমিদার ভৃত্যুবৎ । হাজার লাখের সিন্নি হুজুরে খয়রাৎ ॥ হাতে হাতে লক্ষ লক্ষ লোক নাগেজাত । ভিতবে ত্রিভাগে সিন্নি না হয় সাক্ষাৎ • নিদান বিধান সে হুকুম হৈল শেষে। কষ্ট পেয়ে বিদেশী এদেশে কেন আসে ৷ সত্যপীর সাহেব আছেন সৰ্ব্ব ঠাই । যথা তথ্য দেহ সিন্নি যাহ পাব বাপু ॥ পুজাব পদ্ধতি ভাষা বান্ধ্যা দিল তবে । নকল লিখিয়া লোক লয়ে গেল সবে ॥ তজন আশ্রয় করিয়া সেই ছায়া । বিরচিল বিস্তর যাহারে যেমন দয়া ॥ দেশে দেশে দিল সিন্নি যার যথা ধাম । বিস্ত্র দুর হৈল কৈল পূর্ণ মনস্কাম। পরস্পর কত নর পাইয়া উপদেশ। সত্যপীরে সিন্নি দিয়া.দুর কৈল ক্লেশ ॥ কাষ্ঠ কেটে কষ্ট পেতো কাঠুরিয়াগণ। সিন্নি দিয়া সবে তারা পাইল নানাধম । কতজন ইসাদ রাখিয়া সিন্নি মানে। শুদ্ধভাবে কাৰ্য্যসিদ্ধি হয় অল্প দিনে ॥ মানিলেই যশ নহে বড় দৃঢ় কথা। পাসরণে পরিণামে অবশু বিতথা ॥ সদানন্দ নামে এক ছিল সওদাগর। সপ্ত পুত্রবান সপ্ত তরীর ঈশ্বর ॥ ধনে জনে মহাসাধু কন্যা নাহি ছিল । সত্যপীরে সিন্নি মেনে কন্যা তার হল । সিন্নি দিতে পাসরিল সেই সওদাগর। তার দুঃখ কহে রাম শুন সৰ্ব্ব নর। শুন লোক জন দেবে না করিহ হেলা । লভিতে আশ্রয় করি কল্পতরু তল ॥ বিষ্ণুশৰ্ম্ম উপাখ্যান শুনিলে সকল । উপস্থিত হইলে পূজা করস্থিত ফল। সিন্নি দিয়া দেখ গিয়া দ্বিধা থাকে যার। হাতে সাড়া পাবে বাড়া কি বলিব আর ॥ কিন্তু যদি জন্তু হয় নিৰ্ব্বিকল্প মন । পূজ্য পূজকের ধৰ্ম্মকাৰ্য্যে বিঘ্ন নান ॥ * আর সবিশেষ উপদেশ বলি শুম। বিস্মৃতি না হও পীরে निन् िपरि बान् ॥ • সাধু শুভক্ষণে, কন্যার কারণে, সত্যপীরে সিন্নি মেনে । পাসরি পেয়েছে