পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పెd পুরোহিত-দপণ । * ৫ম খণ্ড । রাত্রে ঘুম ঘোরে রাজা স্বপ্ন দেখিলেন,—সুবচনী মাতা তার শিয়রে গিয়ে বল্লে, হঁসি খেয়েছে ব’লে যে ব্রাহ্মণ-বালককে ধ’রে কয়েদ ক’রেছ, তাকে ছেড়ে দেবে আর তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেবে—অৰ্দ্ধেক রাজত্ব দেবে। না দিলে তুমি সবংশে মরিবে । রাজা ঘুম ভেঙ্গে উঠে তাই কল্লেন । ব্রাহ্মণ-বালককে মুক্ত কল্লেন,— তারপরে শুভদিন দেখে কন্যার সঙ্গে বিয়ে দিলেন, অৰ্দ্ধেক রাজত্ব দিলেন । ছেলে বধু নিয়ে, বাজি বাজনা করে বাড়ী চল্লেন । ব্রাহ্মণী তখনও ছেলের শোকে কাতরা—তিনি দাওয়ায় পড়ে কাদৃছিলেন । পাড়ার পাঁচ মেয়ে ছুটে গেল, কেউ বলে ওঠ মা, তোর ছেলে রাজার মেয়ে বিয়ে ক’রে বাড়ী আসছে—কেউ বল্পে অৰ্দ্ধেক রাজত্ব পেয়েছে। ব্রাহ্মণী আগে বিশ্বাসই করে না,—শেষে দেখলেন, সত্য । ছেলে বে বরণ করে ঘরে তুলে নিলেন, তাব পরে পাঁচ মেয়ে নিয়ে সুবচনীর পূজা কল্পেন,–পাচ মেয়েকে পান সুপারি ও খৈ মুড়কী দিলেন । এ কথা যে শোনে, যে বলে তার শুভ হয়,—সুবচনী মাতা তা-দিগকে সুখে রাখেন । সুবচনী-ব্ৰত কথাটি সম্পূর্ণ যোষিং প্রচলিত। ইহার মূল পাওয়া যায় না । স্ত্রীলোকেরা যেমন বলেন তেমনই লেখা হইল । পুরোহিত-দর্পণে ইহা নী লিখিলেও চলিতে পারিত, কিন্তু অনেকে বলিলেন, যাহা যাহা চলিত অাছে, আর দুদিন পরে থাকিবে না,—লিখিয়া রাখা ভাল । বৈদ্যনাথ-পূজা ! আচমনপূৰ্ব্বক স্বস্তিবাচন করতঃ “ওঁ স্বৰ্য্যঃ সোমঃ” ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া সংকল্প করিবে, যথা—ওঁ তৎসৎ অদ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুকতিথে। অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্মা ঐবৈদ্যনাথপ্রীতিকামনয়া গণপতাদিদেবতাপূজাপূৰ্ব্বকত্রপাৰ্ব্বতীসহিত--ত্রবৈদ্যনাথপূজা-ছাগপশু—বলিদান কৰ্ম্মাহং করিষ্যামি । , h পবে ঘটস্থাপন (১ম খণ্ড, ২৭—৩• পৃঃ, দেখ ) করিয়া গণেশ, শিবাদি পঞ্চদেবতা, আদিত্যাদি নবগ্রহ, ইন্দ্রাদি দশদিকৃপাল ও মৎস্তাদি দশ-অবতারের পূজা করিয়া প্রাণায়াম ও গুরুপঙক্তি নমস্কার করিবে । 愈 পরে বামে “ওঁ গুরুভ্যো নমঃ” এইক্রমে—দক্ষিণে গণেশায়, বাহমূলে