পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ\e e পুরোহিত-দর্পণ । ৫ম খণ্ড । ঃপর উভয়পক্ষীয় ব্রাহ্মণ ও জ্ঞাতিবন্ধুগণ “তোমার স্ত্রীকে জিজ্ঞাসা কর” ইহা বলিয়া দাতাকে তাহার স্ত্রীর নিকট প্রেরণ করিবেন । দাতার স্ত্রী স্ত্রীদিগকে সাক্ষী করিয়া "দাস্যামি” ইহা বলিয়া লেখনীদও গ্রহণ করতঃ পতিব হস্তে দিয়া “দদম্ব ত্বং দদম্ব ত্বং দদস্ব ত্বং মদীয়োহয়ং ন পুত্রঃ” ইহা বলিবে । অনন্তর গুরু বা পুরোহিত পত্রিকা লিখিবেন, যথা— * “স্বস্তি সকল-মঙ্গলঞ্চ— অমুকগোত্রাভ্যাং অমুক প্রবরাভ্যাং অমুক-অমুকাভ্যাং দম্পতিভ্যাং যুবাভ্যাং অযুকগোত্রেী অমুক প্রববোঁ অমুকী-অমুকৌ দম্পতী আবাং অমুকগোত্রস্য অমুকস্য প্রপৌভ্রং অমুকগোত্রস্য অমুকস্য পৌত্রং অমুকগোত্রয়োরযুকীঅমুকয়োরাবয়োঃ পুত্রমিমং দত্তকপুত্রত্বেন সম্প্রদদ্বহে। নাস্মিন পুত্রে স্বত্বমস্তি নবা পিণ্ডাধিকবিতা । ধৰ্ম্মে নাপি চ লিপ্তঃ স্যামধৰ্ম্মে নাপি লিপ্তকঃ ক্রিয়াক্রিয়ায়াং লিপ্তে ন মদূগোত্রে নাস্তি বান্ধবঃ। সুখদুঃখেন ন প্রাপ্তিরিতি সত্যং করোম্যহম্ ॥ এই প্রকাব লিখিয়া দাতার স্ত্রীব হস্তে প্রদান করিবেন। যদি দাতার স্ত্রী লিখিতে অশক্ত হয়, তবে পত্রিকাতে তিনটী রেখা পাত করিয়া দিলেন । পতি নিজহস্তে তাহার নাম লিখিয়া দিবেন। পুনরায় স্ত্রীগণ দাতার স্ত্রীকে জিজ্ঞাসা করিবেন—“অন্তোহস্তি কিমমুং দদাসি ?” হৃষ্টচিত্তে দাতার স্ত্রী বলিবে—“অন্তোহস্তি মে পুত্ৰক: হৃষ্টচিত্তপূৰ্ব্বং দদামি অস্ত নাস্তি পুত্রঃ।” পরে পতি ও পুত্রের হস্ত ধারণ করতঃ শালগ্রামশিলা, ব্রাহ্মণ ও অগ্নিসমীপে মঙ্গলধ্বনিপূর্বক নিম্নলিখিত বাক্য বলিবে । যথা,—“অস্ত্য গোত্ররক্ষণায় ধৰ্ম্মপালনায় দদামি সৰ্ব্বাসাং স্ত্রীণাং সাক্ষিসগুলাঃ । ন লোভেন ন মোহেন ন ক্ষোভেণ ন ক্রোধেন নান্তহেতুনা।” অতঃপর দাতা পত্নীর সহিত উপবিষ্ট হইয়া উভয় জাকুমধ্যে হস্তস্থাপন করতঃ প্রথমতঃ পুত্র এবং পরে পত্রিকা গ্রহণ করিয়া গ্রহীতৃ-দম্পতীব হস্তে জল দিবে। পরে বালকের বামহস্ত পতি ও দক্ষিণহস্ত পত্নী ধারণ করিয়া গ্রহীতৃ-দম্পতীর ক্রোড়ে পুত্ৰদান করিবে । এই সময়ে দেবতা ও ব্রাহ্মণদিগকে প্রণামপূৰ্ব্বক বাস্থ্যধ্বনি সহকারে মঙ্গলশব্দ করিবে। পরে সকলকে মিষ্টান্ন প্রদান করিয়া একটি ব্রাহ্মণসাক্ষাতে পুত্ররক্ষা করিবে। তৎপরে পিতৃঋণ ও মাতৃঋণ দিবে। যদি সহস্র মুদ্রা দান করে, তবে পুত্রত্বভাব নষ্ট হইয়া ভৃত্যত্ব ভাব জন্মে । শল্পীর দক্ষিণার্থ স্বর্ণপঞ্চক এবং প্রত্যঙ্গ পরিবর্তনাৰ্থ অন্যান্ত দ্রব্য দান কৱিবে । ,