পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

《지 덕한 গন্ধেশ্বরী-পূজা । ఏ ఆ4 পুত্রবক্ত,কম্‌। নিস্তারং পিতৃকৰ্ম্মভ্যো নিস্তারং স্ত্রীঋণাত্তথা। সৰ্ব্বং সম্পূর্ণং পুত্রেইস্মিন যথাধৰ্ম্মং কুরুত্ব মে | ... " অতঃপর পিতা ব্রাহ্মণ দরিদ্র প্রভৃতিকে দানাদি বিতরণ করিয়া পিতৃনামপূৰ্ব্বাক্ষর দ্বারা বালকের নামকরণ করবে। পরে পিতা স্বর্ণ ও ভূমি দান, মাতা স্তনদান ও বান্ধবগণ হৃষ্টচিত্তে ধন দ্বারা আশীৰ্ব্বাদ করিবেন । তৎপরে মহিলাগণ বালকের মাতাকে “কিং নাম তব পুত্রস্ত মুখং পশুম দেহি মে।” ইহা তিনবার বলিয়া মুখচুম্বনাদি করিবেন । তা তঃপর দক্ষিণ ও অচ্ছিদ্রাবধারণাদি করিলেন । গন্ধেশ্বরী-পূজা। কতনিত্যক্রিয় যজমান শুদ্ধাসনে উপবেশনপূর্বক কুশহস্তে আচমন করিয়া স্বাস্তবাচনপূর্বক “ওঁ স্বর্যাঃ সোমঃ” এই মন্ত্র পাঠ করিয়া কুশিতে তিল তুলসী ই বাতক লইয়া লঙ্কল্প করিপে, যথা,— “বিষ্ণুরোম্ তৎসদস্য অমুকে মালি অমুকে পক্ষে অমুকতিথেী অমুকগোত্রঃ শ্ৰীঅমুক দেবশৰ্মা বাণিজ্য-বৃদ্ধি-পূর্বক শ্ৰীগন্ধেশ্বরী-দুর্গ-প্রতিকামঃ গণপত্যাদিনাম দেবতা পূজ্যপূৰ্ব্বক-শ্ৰীগন্ধেশ্ববীদুর্গাপূজাকৰ্ম্মাহং করিয়ে ।” সংকল্পান্তে কুশির জল ঈশান কোণে নিক্ষেপ করতঃ স্বশাখোক্ত সুক্ত পাঠ করিবে । অপরের জন্য পুজা করিতে হইলে “অমুক দেবশৰ্মার" পর “অমুকগোত্রস্ত অমুকস্ত” ( যজমানের নাম ) এবং “করিস্থ্যে" স্থলে “করিষ্ক্যামি” বলিলে । - অনন্তর ঘটস্থাপন ( ১ম পণ্ড ২৭ পৃঃ দেখ ) করিয়া, আসন শুদ্ধি, সামান্সার্ধ্য ভূতগুদ্ধি প্রাণায়ামাদি করিয়া গণেশের ধ্যানপূর্বক পূজা করতঃ শিবাদি পঞ্চদেবতা, আদিত্যাদি নবগ্রহ, ইন্দ্রাদি দশদিকৃপাল, মৎস্তাদি দশ অবতার, ব্ৰহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গঙ্গা, যমুনা, লক্ষ্মী ও সরস্বতীকে পাদ্ধাদি উপচারে পূজা করিবে ।

  • .তারপর মাতুকাদ্যাস করিয়া “হ্রাং" মন্ত্রে প্রাণায়মিত্রয় করিয়া ঋষ্যাদি ন্যাস করিত্রে। যথা—“অস্ত ঐদুর্গামন্ত্রস্ত নারদঋষিগায়ন্ত্রীচ্ছন্দো দুর্গ দেবতা মমু বাণিজ্যবৃদ্ধয়ে বিনিয়োগঃ । শিরসি ওঁ নারদঋষয়ে নমঃ । মুখে ঔ

গায়ত্রীচ্ছন্দসে নমঃ । হৃদি ওঁ দুর্গায়ৈ দেবতায়ৈ নমঃ।” পরে "হ্লাং অঙ্গুষ্ঠাভ্যাং \t, а