পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫెసెస్చె পুরোহিত-দর্পণ । , 臀 [. পরিশিষ্ট বুধে বলবুদ্ধি, বৃহস্পতিতে মানহানি, শুক্রে বীর্য্যহানি এবং শনিবারে ক্ষেীর কৰ্ম্ম করাইলে সমস্ত দোষ হয় ; অতএব নিষিদ্ধবারে ক্ষৌরকর্শ্ব পরিত্যাগ করিবে । মন্দমঙ্গলষষ্ঠীৰু স্বাদপ্তাং শ্ৰাদ্ধবালরে। বস্ত্রাণাং ক্ষারসংযোগাদহত্যাসপ্তমং কুলম্ ॥ শনি মঙ্গলবারে, ষষ্ঠী ও স্বাদশী তিথিতে এবং শ্রাদ্ধদিনে বস্ত্রে ক্ষার সংযোগ করিলে সপ্তকুল পর্য্যন্ত দগ্ধ হয় । নারিকেলোদকং কাংস্তে তাম্রপাত্রে স্থিতং মধু । গব্যঞ্চ তাম্রপাত্ৰস্থং মদ্যতুল্যং ঘূতং বিনা । কাসার পাত্রে নারিকেল জল এবং তাম্রপাত্রে মধু ও ঘৃত ভিন্ন গব্য রাখিলে তাহা মদ্যতুল্য হয়। মকরে মূলকঞ্চৈব সিংহে চালাবুকস্তথা। কাৰ্ত্তিকে শূরণং ভক্ষেৎ গোমাংসাশী ভবেন্নরঃ ॥ সৌর মাঘমাসে মূলা, ভাত্রে লাউ এবং কাৰ্ত্তিকে ওল খাইলে তাহা গোমাংস তুল্য হয় । মক্ষিক সন্ততিৰ্দ্দারা মার্জারে ব্রহ্মবিন্দবঃ ॥ স্ত্রীমুখং বালকাস্তঞ্চ ন দুষ্টং মসুরব্রবীৎ ॥ মক্ষিকা, স্বীয় সন্তান ও ভাৰ্য্যা, মীর্জার, ব্রহ্মবিন্দু ( বেদপাঠ কালীন মুথনির্গত বিন্দু) এবং স্ত্রীর মুখ ও বালকের মুখ অদৃষণীয়, অশুচি হয় না। কলম্বীঞ্চ সুরঙ্গধ বাৰ্ত্তাকুং নাগরন্তথা । ভক্ষয়ে যে হবিষ্যে চ গোমাংসাশী নিগদ্যতে ॥ কলম্বী, নাগরঙ্গ, বাৰ্ত্তাকু ও নাগর হবিন্যান্নভোজী ভক্ষণ করিলে তাহাকে গোমাংসাশী বলা যায় । 酶 স্বৰ্য্যগ্রহে তু নামীয়াৎ পূৰ্ব্বং যামচতুষ্টয়ম্। চন্দ্রগ্রহে তু যামাংস্ত্রীন বালবৃদ্ধাতুরৈৰ্ব্বিনা ॥ বালক, বৃদ্ধ ও পীড়িত ভিন্ন মনুস্থ্য সূৰ্য্যগ্রহণের চারি প্রহর ও চন্দ্রগ্রহণের তিন প্রহর পূর্ব হইতে ভোজন করিবে না । , একতারং নভো দৃষ্টা স্মৰ্ত্তব্যে মারদো মুনিঃ। তাবস্তৃভবতি চণ্ডালো যাবদন্ত্যর পশুতি ॥ 呜 7 আকাশে একটা নক্ষত্র দৃষ্ট হইলে নারদ মুনিকে স্বরণ করিতে হয়। কিন্তু