পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট্র l বিধিবাক্য । । • సెన్సారీ ـگه যে পৰ্য্যন্ত দ্বিতীয় নক্ষত্র দর্শন না হইবে, তাবৎকাল চণ্ডালতুল্য অশুচি হইয়া

  • iび等。 o

দানং ব্ৰতং তপো যজ্ঞং শ্রাদ্ধঞ্চ পিতৃতর্পণম্। সকলং নিস্ফলং রাজন হরিসংকীৰ্ত্তনং বিনা ॥ দান, ব্রত, তপস্তা, যজ্ঞ, শ্রাদ্ধ ও পিতৃতর্পণ প্রভৃতি সৎকৰ্ম্ম হরিসংকীৰ্ত্তন ভিন্ন সমস্তই নিষ্ফল হয় । আসনে পদযারোপ্য যে ভুঙক্তে ব্রাহ্মণঃ কচিৎ। গ্রাসে গ্রাসে মলং ভুঙক্তে পানীয়ং রুধিরং ভবেৎ ॥ আসনে চরণ রাখিয়া যে ব্রাহ্মণ ভোজন করে, তাহার ভুক্তার মল সদৃশ এবং পানীয় জল শোণিতসম হইয়া থাকে । যদা ভোজনকালে তু দীপনির্বাপণং ভবেৎ। করেণ পত্রিমাচ্ছাদ্য মনসা ভাস্করং স্মরেৎ ৪ ভোজনকালীন প্রদীপ যদি নির্বাপিত হয়, তবে হস্ত দ্বারা ভোজনপাত্র আচ্ছাদন করিয়া মনে মনে ভাস্কর স্মরণ করবে। অপ্রক্ষাল্য পাণিপদে স্বাত্বা গচ্ছতি মন্দিরম্। সংবৎসরকৃতং পুণ্যং তৎক্ষণাদেব নশুতি ॥ যে ব্যক্তি স্বানানন্তর হস্তপদাদি প্রক্ষালন না করিয়া গৃহে প্রবেশ কবে, তাহার সংবৎসরকৃত পুণ্য তৎক্ষণাৎ বিনষ্ট হয়। বিনা পাদেন ধেীতেন স্নাত্বা গচ্ছতি মন্দিরমূ । বর্ষকৃতানি ধৰ্ম্মাণি তৎক্ষণাদেব নগুতি ॥ স্বানের পরে পদধেীত না করিয়া যে ব্যক্তি গৃহে প্রবেশ করে, তাহার একবর্ষকুত ধৰ্ম্ম তৎক্ষণাৎ বিনষ্ট হয়। গৃহে সম্পূর্ণমাচারং প্রাসে চ তদদ্ধকম্। তদৰ্দ্ধং তীর্থযাত্রায়াং পাথশূদ্র বদ্বাচরেৎ ॥ যে জাতির যে আচার নির্দিষ্ট আছে, তাহা স্বগৃহে সম্পূর্ণরূপে প্রতিপালন করিতে হয়। প্রবাসে সম্যকৃরূপে পালন করিতে না পারিলেও দোষ হইবে না, কিন্তু অৰ্দ্ধ আচার পালন করিতে হইবে । এইরূপ তীর্থযাত্রাতে চতুর্থাংশ এবং পরে পুত্ৰগ্ৰায়–অর্থাৎ শূদ্রদিগের যেরূপ আচার শাস্ত্রে বিহিত, দ্বিজাতিগণ সেইৰূপ করিলেও তাহাতে দোষ হইবে না।