পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরোহিত-দর্পণ। পরিশিষ্ট । وانتهج আসনং বসনং শয্যা ভাৰ্য্যা চাপত্যমেব চ। আত্মনঃ গুচিরেতানি ন পরেৰাং কদাচন ॥ আসন, বস্ত্র, শয্যা, স্ত্রী ও সন্তান এই সকল নিজের গুচি হয়, কিন্তু অপরের নিকটে অশুচি হইয়া থাকে । পাদেন নাক্রমেৎ পাদমুচ্ছিষ্টং নৈব লঙ্ঘয়েৎ । ন স্বহস্তং স্বহস্তাভ্যাং কণ্ডুয়েদাত্মনঃ শিরঃ ॥ চরণ দ্বারা চরণ আক্রমণ করিবে না, উচ্ছিষ্ট লঙ্ঘন করিতে নাই । হস্ত স্বারা হস্ত কণ্ডুয়ন করা অবিধেয়, আর হস্তদ্বয় দ্বারা মস্তক কণ্ডুয়ন করা নিষেধ । মহাগুরুনিপাতে হি কাম্যং কিঞ্চিল্প চাচরেৎ । আজ্যিং ব্রহ্মচৰ্য্যা চ যাবৎ পুর্ণে ন বৎসরঃ ॥ মহাগুরু (পুরুষের পিতা, মাতা, স্ত্রীর পতি ) পরলোক প্রাপ্ত হইলে এক বৎসরের মধ্যে কাম্যকৰ্ম্ম কিছুই করিবে না, বিশেষতঃ পৌরোহিত্য এবং ব্ৰহ্মচর্য্য ( সন্ন্যাস ) গ্রহণ পরিত্যাগ করিতে হইবে । অন্তশ্ৰাদ্ধং পরান্নঞ্চ গন্ধং মাল্যঞ্চ মৈথুনম্। বর্জয়েদুগুরুপ তে হি যাবৎপূর্ণে ন বৎসরঃ ॥ পিতৃমাতৃশ্ৰাদ্ধ ভিন্ন শ্রাদ্ধ, পরান্নভোজন, গন্ধ মাল্য ধারণ ও মৈথুন এই সকল কার্য্য মহাগুরুনিপাত হইলে সংবৎসর পর্য্যন্ত পরিত্যাগ করিবে । তীর্থযাত্ৰাং বিবাহঞ্চ স্বাধ্যায়ঞ্চান্ততর্পণম্। সংবৎসরং ন কুৰ্ব্বতি মহাগুরুনিপাতনে ॥ মহাগুরুনিপাত হইলে সংবৎসরমধ্যে তীর্থযাত্রা, বিবাহ, বেদাধ্যয়ন ও অন্য উদ্দেশ্যে তৰ্পণ করিবে না । যাত্র যুদ্ধং নদীপারং মিথ্যালাপো দ্বিভোজনম্। দ্যুতক্রীড়া দিবানিদ্রা শ্রাদ্ধে সপ্ত বিবর্জয়েৎ ॥ যাত্রা, যুদ্ধ, নদীপারে গমন, মিথ্যালাপ, দুইবার ভোজন, দু্যতক্রীড়া ও দিবানিদ্রা এই সপ্ত কৰ্ম্ম শ্রাদ্ধদিনে পরিত্যাগ করিবে । অমায়াক পিতৃশ্ৰাদ্ধে অম্বুবাচীদিনত্ৰেয়ে । - লাঙ্গলেন কৃতে খাতে পৃথিবী কম্পতে সদা ॥ অমাবস্ত তিথিতে পিতৃশ্ৰাদ্ধ বাসবে ও অম্বুবাচীতে হলারম্ভ করিলে সেই , পাপীর ভয়ে পৃথিবী কম্পিত হইয়া থ:থ ।