পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
৮৮

মোর প্রভাতের খেলার সাথী আন্‌তো ভ’রে সাজি
সোনার চাঁপা ফুলে।
অন্ধকারে গন্ধ তা’রি ঐ যে আসে আজি
এ কি পথের ভুলে?
বকুল-বীথির তলে তলে আজ কি নতুন বেশে
সেই খেলাতেই ডাক্‌তে এলো আবার ফিরে এসে?
সেই সাজি তা’র দখিন হাতে, তেম্‌নি আকুল কেশে
চাঁপার গুচ্ছ দুলে।
সেই অজানা হ’তে আসে এই অজানার দেশে
এ কি পথের ভুলে॥


আমার কাছে কী চাও তুমি, ওগো খেলার গুরু,
কেমন খেলার ধারা?
চাও কি তুমি যেমন ক’রে হ’লো দিনের সুরু,
তেম্‌নি হবে সারা?
সে-দিন ভোরে দেখেছিলাম প্রথম জেগে উঠে
নিরুদ্দেশের পাগল হাওয়ায় আগল গেছে টুটে,
কাজ-ভোলা সব ক্ষ্যাপার দলে তেম্‌নি আবার জুটে
ক’র্‌বে দিশেহারা।
স্বপন - মৃগ ছুটিয়ে দিয়ে পিছনে তা’র ছুটে
তেম্‌নি হবো সারা॥