পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯১
অপরিচিতা

হয়-তো সেদিন তোমার আঁখির ঘন তিমির ব্যেপে
অশ্রুজলের আবেশ গেছে কেঁপে।
হয়-তো আমায় দেখেছিলে বাঁকিয়ে বাঁকা ভুরু,
বক্ষ তোমার ক’রেছিলো ক্ষণেক দুরু দুরু;
সেদিন হ’তে স্বপ্ন তোমার ভোরের আধো-ঘুমে
রঙিয়েছিলো হয়-তো ব্যথার রক্তিম কুঙ্কুমে;
আধেক চাওয়ায় ভুলে যাওয়ায় হ’য়েছে জাল-বোনা,
তোমায় আমায় হয়নি জানা-শোনা॥


তোমার পথের ধারে ধারে তাই এবারের মতো
রেখে গেলাম গান গাঁথিলাম যত।
মনের মাঝে বাজ্‌লো যে-দিন দূর চরণের ধ্বনি
সে-দিন আমি গেয়েছিলাম তোমার আগমনী;
দখিন বাতাস ফেলেছে শ্বাস রাতের আকাশ ঘেরি’
সে-দিন আমি গেয়েছি গান তোমার বিরহেরি;
ভোরের বেলায় অশ্রুভরা অধীর অভিমান
ভৈরবীতে জাগিয়েছিলো গান॥


এ গানগুলি তোমার ব’লে চিন্‌বে কখনো কি?
ক্ষতি কি তায়, নাই চিনিলে, সখী।
তবু তোমায় গাইতে হবে, নাই তাহে সংশয়,
তোমার কণ্ঠে বাজবে তখন আমার পরিচয়;