এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
৯২
যারে তুমি বাস্বে ভালো, আমার গানের সুরে
বরণ ক’রে নিতে হবে সেই তব বন্ধুরে।
রোদন খুঁজে ফির্বে তোমার প্রাণের বেদনখানি,
আমার গানে মিল্বে তাহার বাণী॥
তোমার ফাগুন উঠবে জেগে, ভ’র্বে আমের বোলে,
তখন আমি কোথায় যাবো চ’লে?
পূর্ণচাঁদের আসবে আসর, মুগ্ধ বসুন্ধরা,
বকুল-বীথির ছায়াখানি মধুর মূর্চ্ছাভরা;
হয়-তো সে-দিন বক্ষে তোমার মিলন-মালা গাঁথা;
হয়-তো সে-দিন ব্যর্থ আশায় সিক্ত চোখের পাতা;
সেদিন আমি আসব না তো নিয়ে আমার দান;
তোমার লাগি’ রেখে গেলেম গান॥
আন্দেস্ জাহাজ,
১৮ অক্টোবর, ১৯২৪