এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯৯
আশা
আপন স্বপন-লোক আলোকে ছায়ায়
রঙে রসে রচি’ দিব’ তেমনি মায়ায়।
তাহারে জড়ায়ে ঘিরে
ভরিয়া তুলিব ধীরে
জীবনের ক’দিনের কাঁদা আর হাসা।
ধন নয়, মান নয়, ধেয়ানের ভাষা
ক’রেছিনু আশা॥
বহুদিন মনে ছিলো’ আশা
প্রাণের গভীর, ক্ষুধা
পাবে তা’র শেষ সুধা;
ধন নয়, মান নয়, কিছু ভালোবাসা
ক’রেছিনু আশা।
হৃদয়ের সুর দিয়ে নামটুকু ডাকা,
অকারণে কাছে এসে হাতে হাত রাখা,
দূরে গেলে একা ব’সে মনে মনে ভাবা,
কাছে এলে দুই চোখে কথা-ভরা আভা।
তাহারে জড়ায়ে ঘিরে
ভরিয়া তুলিবে ধীরে
জীবনের ক’দিনের কাঁদা আর হাসা।
ধন নয়, মান নয়, কিছু ভালোবাসা
ক’রেছিনু আশা॥
আণ্ডেস্ জাহাজ,
১৯ অক্টোবর, ১৯২৪।