পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

স্বপ্ন

(১)

তোমায় আমি দেখিনা কো, শুধু তোমার স্বপ্ন দেখি,
তুমি আমায় বারে বারে শুধাও, “ওগো সত্য সে কি?”
কি জানি গো, হয়-তো বুঝি
তোমার মাঝে কেবল খুঁজি
এই-জনমের রূপের তলে আর-জনমের ভাবের স্মৃতি।
হয়-তো হেরি তোমার চোখে
আদি যুগের ইন্দ্রলোকে
শিশু চাঁদের পথ-ভোলানো পারিজাতের ছায়া-বীথি।
এই কূলেতে ডাকি যখন সাড়া যে দাও সেই ও-পারে,
পরশ তোমার ছাড়িয়ে কায়া বাজে মায়ার বীণার তারে।
হয়-তো হবে সত্য তাই,
হয়-তো তোমার স্বপন, আমার আপন মনের মত্ততাই॥

(২)


আমি বলি স্বপ্ন যাহা তা’র চেয়ে কি সত্য আছে?
যে-তুমি মোর দূরের মানুষ সেই-তুমি মোর কাছের কাছে।