পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১৫
ঝড়

ভাসিল বন্যার টানে
ছিল যত কিছু।
রাখি যাহা, তাই বোঝা,
তা’রে খোওয়া তা’রে খোঁজা,
নিত্যই গণনা তা’রে, তা’রি নিত্য ক্ষয়।
ঝড় বলে, “এ তরঙ্গে
যাহা ফেলে দাও রঙ্গে
রয়, রয়, রয়॥”

এ মোর যাত্রীর বাঁশি
ঝঞ্ঝার উদ্দাম হাসি
নিয়ে গাঁথে সুর—
বলে সে, “বাসনা অন্ধ,
নিশ্চল শৃঙ্খল-বন্ধ
দূর, দূর, দূর।”

গাহে “পশ্চাতের কীর্তি,
সম্মুখের আশা,
তা’র মধ্যে ফেঁদে ভিত্তি
বাঁধিস্‌নে বাসা।
নে তোর মৃদঙ্গে শিখে
তরঙ্গের ছন্দটিকে,
বৈরাগীর নৃত্যভঙ্গী চঞ্চল সিন্ধুর।