এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১১৮
এই কি নির্ম্মম সেই যে আপন চরণের তলে
পদে পদে চির দিন
উদাসীন
পিছনের পথ মুছে চলে?
এ কি সেই নিত্য শিশু, কিছু নাহি চাহে,—
নিজের খেলেনা-চূর্ণ
ভাসাইছে অসম্পূর্ণ
খেলার প্রবাহে?
ভাঙিয়া স্বপ্নের ঘোর,
ছিঁড়ি’ মোর
শয্যার বন্ধন মোহ, এ রাত্রি বেলায়
মোরে কি করিবে সঙ্গী প্রলয়ের ভাসান্-খেলায়?
হোক তাই
ভয় নাই, ভয় নাই,
এ খেলা খেলেছি বারম্বার
জীবনে আমার।
জানি, জানি, ভাঙিয়া নূতন করে তোলা;
ভুলায়ে পূর্ব্বের পথ অপূর্ব্বের পথে দ্বার খোলা;
বাঁধন গিয়েছে যবে চুকে
তা’রি ছিন্ন রসিগুলি কুড়ায়ে কৌতুকে