এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১৯
পদধ্বনি
বার বার গাঁথা হ’লো দোলা।
নিয়ে যত মুহূর্ত্তের ভোলা
চির-স্মরণের ধন
গোপনে হ’য়েছে আয়োজন।
পদধ্বনি, কার পদধ্বনি
চিরদিন শুনেছি এমনি
বারেবারে?
একি বাজে মৃত্যু-সিন্ধু-পারে?
একি মোর আপন বক্ষেতে?
ডাকে মোরে ক্ষণে ক্ষণে কিসের সঙ্কেতে?
তবে কি হবেই যেতে?
সব বন্ধ করিব ছেদন?
ওগো কোন্ বন্ধু তুমি, কোন্ সঙ্গী দিতেছে বেদন
বিচ্ছেদের তীর হ’তে?
তরী কি ভাসাবো স্রোতে?
হে বিরহী,
আমার অন্তরে দাও কহি’
ডাকো মোরে কি খেলা খেলাতে
আতঙ্কিত নিশীথ বেলাতে?