এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১২০
বারে বারে দিয়েছে নিঃসঙ্গ করি’;
এ শূন্য প্রাণের পাত্র কোন্ সঙ্গসুধা দিয়ে ভরি’
তুলে নেবে মিলন-উৎসবে?
সূর্য্যস্তের পথ দিয়ে যবে
সন্ধ্যাতারা উঠে আসে নক্ষত্র-সভায়,
প্রহর না যেতে যেতে
কি সঙ্কেতে
সব সঙ্গ ফেলে রেখে অস্তপথে ফিরে চ’লে যায়?
সেও কি এমনি
শোনে পদধ্বনি?
তা’রে কি বিরহী
বলে কিছু দিগন্তের অন্তরালে রহি?
পদধ্বনি, কার পদধ্বনি?
দিনশেষে
কম্পিত বক্ষের মাঝে এসে
কি শব্দে ডাকিছে কোন্ অজানা রজনী?
আণ্ডেস্ জাহাজ,
২৪ অক্টোবর, ১৯২৪।