পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

প্রকাশ

খুঁজ্‌তে যখন এলাম সেদিন কোথায় তোমার গোপন অশ্রুজল,
সে পথ আমায় দাওনি তুমি ব’লে।
বাহির দ্বারে অধীর খেলা, ভিড়ের মাঝে হাসির কোলাহল,
দেখে এলেম চ’লে।
এই ছবি মোর ছিল মনে
নির্জ্জন মন্দিরের কোণে,
দিনের অবসানে
সন্ধ্যা-প্রদীপ আছে চেয়ে ধ্যানের চোখে সন্ধ্যা-তারার পানে।
নিভৃত ঘর কাহার লাগি’
নিশীথ রাতে রইলো জাগি’,
খুল্‌লো না তা’র দ্বার।
হে চঞ্চলা, তুমি বুঝি
আপ্‌নিও পথ পাওনি খুঁজি’,
তোমার কাছে সে ঘর অন্ধকার॥