পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১২২

জানি তোমার নিকুঞ্জে আজ পলাশ শাখায় রঙের নেশা লাগে,
আপন গন্ধে বকুল মাতোয়ারা।
কাঙাল সুরে দখিন বাতাস বনে বনে গুপ্ত কি ধন মাগে,
বেড়ায় নিদ্রাহারা।
হায় গো তুমি জানো না যে
তোমার মনের তীর্থ-মাঝে
পূজা হয়নি আজো।
দেবতা তোমার বুভুক্ষিত, মিথ্যা-ভূষায় কি সাজ তুমি সাজো।
হ’লো সুখের শয়ন পাতা,
কণ্ঠ-হারের মাণিক গাঁথা,
প্রমোদ রাতের গান,
হয়নি কেবল চোখের জলে
লুটিয়ে মাথা ধূলার তলে
আপন ভোলা সকল-শেষের-দান॥


ভোলাও যখন, তখন সে কোন্ মায়ার ঢাকা পড়ে তোমার পরে;
ভুল্‌বে যখন, তখন প্রকাশ পাবে,—
ঊষার মতো অমল হাসি জাগ্‌বে তোমার আঁখির নীলাম্বরে
গভীর অনুভাবে।