পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২৩
প্রকাশ

ভোগ সে নহে, নয় বাসনা,
নয় আপনার উপাসনা,
নয়কো অভিমান;
সরল প্রেমের সহজ প্রকাশ, বাইরে যে তা’র নাইরে পরিমাণ
আপন প্রাণের চরম কথা
বুঝ্‌বে যখন, চঞ্চলতা
তখন হবে চুপ।
তখন দুঃখ-সাগর তীরে
লক্ষ্মী উঠে আস্‌বে ধীরে
রূপের কোলে পরম অপরূপ॥


আণ্ডেস্ জাহাজ, ২৬ অক্টোবর, ১৯২৪।