এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১২৮
দোসর ওগো, দোসর আমার, কোন সুদূরে
ঘর-ছাড়া মোর ভাব্না বাউল বেড়ায় ঘুরে।
তা’রে যখন শুধাই, সে তো কয় না কথা,
নিয়ে আসে স্তব্ধ গভীর নীলাম্বরের নীরবতা।
একতারা তা’র বাজায় কভু গুণ্গুণিয়ে,
রাত কেটে যায় তাই শুনিয়ে॥
দোসর ওগো, দোসর আমার, উঠ্লো হাওয়া,—
এবার তবে হোক আমাদের তরী বাওয়া।
দিনে দিনে পূর্ণ হ’লো ব্যথার বোঝা,
তীরে তীরে ভাঙন লাগে, মিথ্যে কিসের বাসা খোঁজা।
একে একে সকল রসি গেছে খুলে,
ভাসিয়ে এবার দাও অকূলে॥
দোসর ওগো, দোসর আমার, দাওনা দেখা,
সময় হ’লো একার সাথে মিলুক একা।
নিবিড় নীরব অন্ধকারে রাতের বেলায়
অনেক দিনের দূরের ডাকা পূর্ণ করো কাছের খেলায়।
তোমায় আমায় নতুন পালা হোক না এবার
হাতে হাতে দেবার নেবার॥
আণ্ডেস্ জাহাজ,
২৮ অক্টোবর, ১৯২৪।