পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

তারা

আকাশ-ভরা তারার মাঝে আমার তারা কই?
ওই হবে কি ওই?
রাঙা আভার আভাস মাঝে, সন্ধ্যা-রবির রাগে
সিন্ধু-পারের ঢেউয়ের ছিটে ওই যাহারে লাগে,
ওই যে লাজুক আলোখানি, ওই যে গো নাম-হারা,
ওই কি আমার হবে আপন তারা?


জোয়ার ভাঁটার স্রোতের টানে আমার বেলা কাটে
কেবল ঘাটে ঘাটে।
এম্‌নি ক’রে পথে পথে অনেক হ’লো খোঁজা,
এম্‌নি ক’রে হাটে হাটে জম্‌লো অনেক বোঝা;—
ইমনে আজ বাঁশি বাজে, মন যে কেমন করে
আকাশে মোর আপন তারার তরে।