পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৩৫
কৃতজ্ঞ

তবু জানি, এক দিন তুমি দেখা দিয়েছিলে ব’লে
গানের ফসল মোর এ জীবনে উঠেছিলো ফ’লে,
আজো নাই শেষ; রবির আলোক হ’তে একদিন
ধ্বনিয়া তুলেছে তা’র মর্ম্মবাণী, বাজায়েছে বীণ
তোমার আঁখির আলো। তোমার পরশ নাহি আর,
কিন্তু কি পরশমণি রেখে গেছো অন্তরে আমার,—
বিশ্বের অমৃত-ছবি আজিও তে দেখা দেয় মোরে
ক্ষণে ক্ষণে,—অকারণ আনন্দের সুধাপাত্র ভ’রে
আমারে করায় পান। ক্ষমা কোরো যদি ভুলে থাকি।
তবু জানি একদিন তুমি মোরে নিয়েছিলে ডাকি’
হৃদি-মাঝে; আমি তাই আমার ভাগ্যেরে ক্ষমা করি,—
যত দুঃখে যত শোকে দিন মোর দিয়েছে সে ভরি’
সব ভুলে গিয়ে। পিপাসার জল-পাত্র নিয়েছে সে
মুখ হ’তে, কতবার ছলনা ক’রেছে হেসে হেসে,
ভেঙেছে বিশ্বাস, অকস্মাৎ ডুবায়েছে ভরা তরী
তীরের সম্মুখে নিয়ে এসে,—সব তা’র ক্ষমা করি।
আজ তুমি আর নাই, দূর হতে গেছো তুমি দূরে,
বিধুর হয়েছে সন্ধ্যা মুছে-যাওয়া তোমার সিন্দূরে,
সঙ্গীহীন এ জীবন শূন্যঘরে হয়েছে শ্রী-হীন,
সব মানি,—সব চেয়ে মানি তুমি ছিলে একদিন॥


আণ্ডেস্ জাহাজ, ২ নবেম্বর, ১৯২৪।