এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভাবী কাল
ক্ষমা কোরাে যদি গর্ব্ব-ভরে
মনে মনে ছবি দেখি,—মাের কাব্যখানি ল’য়ে করে
দূর ভাবী শতাব্দীর অয়ি সপ্তদশী
একেলা পড়িছ তব বাতায়নে বসি’।
আকাশেতে শশী
ছন্দের ভরিয়া রন্ধ্র ঢালিছে গভীর নীরবতা
কথার অতীত সুরে পূর্ণ করি কথা;
হয়ত উঠিছে বক্ষ নেচে
হয়-তো ভাবিছো, “যদি থাকিত সে বেঁচে,
আমারে বাসিত বুঝি ভালাে।”
হয়-তাে বলিছ মনে, “সে নাহি আসিবে আর কভু,
তা’রি লাগি’ তবু
মাের বাতায়ন তলে আজ রাত্রে জ্বালিলাম আলাে।”
আণ্ডেস্ জাহাজ,
৬ অক্টোবর, ১৯২৪।