পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

শীত

কেন শীতের হাওয়া হঠাৎ ছুটে এলো
গানের বেলা শেষ না হ’তে হ’তে?
আমার মনের কথা ছড়িয়ে এলোমেলো
ভাসিয়ে দিলো শুক্‌নো পাতার স্রোতে।
আমার মনের কথা যত
তা’রা উজান তরীর মতো;
পালে যখন হাওয়ার বলে
মরণ-পারে নিয়ে চলে,
চোখের জলের স্রোত যে তাদের টানে
পিছু ঘাটের পানে
যেথায় তুমি, প্রিয়ে,
এক্‌লা ব’সে আপন মনে
আঁচল মাথায় দিয়ে॥

কেন ঘোরে তা’রা শুক্‌নো পাতার পাকে,
কাঁপন-ভরা হিমের বায়ুভরে?
কেন ঝরা ফুলের পাপ্‌ড়ি তা’দের ঢাকে,
লুটায় কেন মরা ঘাসের পরে?
তাদের হ’লো কি দিন সারা?
এখন বিদায় নেবে তা’রা?

১০