পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১৫০

সৌরভের স্রোতে।
ধূলি-উৎস হ’তে
প্রকাশের অক্লান্ত উৎসাহ,
জন্ম-মৃত্যু-তরঙ্গিত রূপের প্রবাহ
স্পন্দিত করিছে মোর বক্ষস্থল আজি।
রক্তে মোর উঠে বাজি’
তরঙ্গের অরণ্যের সম্মিলিত স্বর,
নিখিল মর্ম্মর।
এ বিশ্বের স্পর্শের সাগর
আজ মোর সর্ব্ব অঙ্গ ক’রেছে মগন।
এই স্বচ্ছ উদার গগন
বাজায় অদৃশ্য শঙ্খ শব্দহীন সুর।
আমার নয়নে মনে ঢেলে দেয় সুনীল সুদূর॥


বুয়েনােস্ এয়ারিস্, ১১ নভেম্বর, ১৯২৪।