পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১৫৮

আজ হ’তে মোর ঘরের দুয়ার
রাখ্‌বো, খুলে রাতে।
প্রদীপখানি র’ইবে জ্বালা
বাহির জানালাতে।
আজ হ’তে কার পরশ লাগি’
পথ তাকিয়ে র’ইবো জাগি’;
আর কোনোদিন আস্‌বে না কি
আমার পরাণ ছেয়ে
যুথীর মালার গন্ধখানি
রাতের বাতাস বেয়ে?


বুয়েনোস্ এয়ারিস্‌, ১৬ নভেম্বর, ১৯২৪।