পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৬৫
বিপাশা

এম্‌নি ক’রেই যাও খেলে যাও
অকারণের খেলা;
ছুটির স্রোতে যাক না ভেসে
হাল্‌কা খুসীর ভেলা।
পথে চাওয়ার ক্লান্তি কেন
নাম্‌বে আঁখির পাতে,
কাছের সোহাগ ছাড়্‌বে কেন
দূরের দুরাশাতে;
তোমার পায়ের নূপুর খানি
বাজাক্‌ নিত্য কাল
অশোক বনের চিকণ পাতার
চমক-আলোর তাল।
রাতের গায়ে পুলক দিয়ে
জোনাক যেমন জ্বলে
তেম্‌নি তোমার খেয়ালগুলি
উড়ুক স্বপন তলে।
যারা তোমার সঙ্গ-কাঙাল
বাইরে বেড়ায় ঘুরে,
ভিড় যেন না করে তোমার
মনের অন্তঃপুরে।