এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৭৩
প্রভাতী
জেগে-ওঠা প্রাণে উথলিছে ব্যাকুলতা,
দিকে দিকে আজি রটেনি কি সে বারতা?
শোনোনি কী গাহে পাখী?
হে কালো কাজল আঁখি॥
শিশির - শিহরা পল্লব ঝলমল,
বেণু শাখাগুলি খনে খনে টল মল,
অকৃপণ বনে ছেয়ে গেলো ফুল দল
কিছু না রহিল বাকি।
এলো যে আমার মন-বিলাবার বেলা,
খেলিব এবার সব-হারাবার খেলা,
যা-কিছু দেবার রাখিব না আর ঢাকি’,
হে কালো কাজল আঁখি॥
বুয়েনােস্ এয়ারিস্,
১ ডিসেম্বর, ১৯২৪।