এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মাটির ডাক
৮
৩
আজকে খবর পেলেম খাঁটি—
মা আমার এই শ্যামল মাটি,
অম্নে ভরা শোভার নিকেতন;
অভ্রভেদী মন্দিরে তা’র
বেদী আছে প্রাণ-দেবতার,
ফুল দিয়ে তা’র নিত্য আরাধন।
এইখানে তা’র অঙ্ক-মাঝে
প্রভাত-রবির শঙ্খ বাজে,
আলোর ধারায় গানের ধারা মেশে,
এইখানে সে পূজার কালে
সন্ধ্যারতির প্রদীপ জ্বালে
শান্ত মনে ক্লান্ত দিনের শেষে।
হেথা হ’তে গেলেম দূরে
কোথা যে ইঁট-কাঠের পুরে
বেড়া-ঘেরা বিষম নির্ব্বাসনে,
তৃপ্তি যে নাই কেবল নেশা,
ঠেলাঠেলি, নাই তো মেশা,
আবর্জ্জনা জমে উপার্জ্জনে।