এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১৮৬
মন-কেমনের হাওয়ার পাকে অনেক স্মৃতি বেড়ায় মনে ঘুরে
তা’রি মধ্যে বাজ্লো করুণ সুরে
“ভুলো না গো ভুলো না এই পথ-বাসিনীর কথা,
আজো আমি দাঁড়িয়ে আছি, বাসা আমার কোথা?”
শপথ আমার, তোমরা বোলো তা’রে
তা’র কথাটি দাঁড়িয়েছিলো মনের পথের ধারে,—
বোলো তা’রে চোখের দেখা ফুটেছে আজ গানে,—
লিখন খানি রাখিনু এইখানে।
১
যেদিন প্রথম কবি-গান
বসন্তের জাগালো আহ্বান
ছন্দের উৎসব সভা-তলে
সেদিন মালতী যুথী জাতি
কৌতুহলে উঠেছিলো মাতি’
ছুটে এসেছিলো দলে দলে।
আসিল মল্লিকা চম্পা কুরুবক কাঞ্চন করবী,
সুরের বরণ-মাল্যে সবারে বরিয়া নিলো কবি।
কি সঙ্কোচে এলে না যে, সভার দুয়ার হ’লো বন্ধ।
সব পিছে রহিলে আকন্দ॥