পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৮৭
আকন্দ

মোরে তুমি লজ্জা করো নাই,
আমার সম্মান মানি তাই,
আমারে সহজে নিলে ডাকি’।
আপনারে আপনি জানালে;
উপেক্ষার ছায়ার আড়ালে
পরিচয় রাখিলে না ঢাকি’।
মনে পড়ে একদিন সন্ধ্যাবেলা চ’লেছিনু একা,
তুমি বুঝি ভেবেছিলে কি জানি না পাই পাছে দেখা,
অদৃশ্য লিখনখানি, তোমার করুণ ভীরু গন্ধ
বায়ু ভরে পাঠালে আকন্দ॥



হিয়া মোর উঠিল চমকি’
পথ মাঝে দাঁড়ানু থমকি’,
তোমারে খুঁজিনু চারিধারে।
পল্লবের আবরণ টানি’
আছিলে কাব্যের দুয়োরাণী
পথ-প্রান্তে গোপন আঁধারে।
সঙ্গী যারা ছিল ঘিরে তা’রা সবে নাম-গোত্রহীন
কাড়িতে জানে না তা’রা পথিকের আঁখি-উদাসীন।
ভরিল আমার চিত্ত বিস্ময়ের গভীর আনন্দ
চিনিলাম তোমারে আকন্দ॥