পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২০০

ওগো মোর না-পাওয়া গো, শ্রাবণের অশান্ত পবনে
কদম্ব - বনের গন্ধে জড়িত বৃষ্টির বরিষণে
আমার পাওয়ার কানে
জানিনে তো মোর গানে
কার কথা বলি আমি কারে।
“কি কহ,” সে যবে পুছে
তখন সন্দেহ ঘুচে,
আমার বন্দনা না-পাওয়ারে।


বুয়েনােস্ এয়ারিস্, ২৪ ডিসেম্বর, ১৯২৪।