এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২০৩
বীণা-হারা
কণ্ঠে নিয়ে এলে পুষ্পহার।
পুরস্কার পাবো আশে
খুঁজে দেখি চারি পাশে
বীণা ফেলে এসেছি আমার,
ওগো বীণ্-কার।
প্রবাসে বনের ছায়ে
সহসা আমার গায়ে
ফাল্গুনের ছোঁওয়া লাগে একি?
এ-পারের যত পাখী
সবাই কহিল ডাকি’
ও-পারের গান গাও দেখি।
ভাবিলাম মোর ছন্দে
মিলাবো ফুলের গন্ধে
আনন্দের বসন্ত বাহার।
খুঁজিয়া দেখিনু বুকে,
কহিলাম নত মুখে,
“বীণা ফেলে এসেছি আমার॥”
এলো বুঝি মিলনের বার
আকাশ ভরিল ওই;
শুধাইলে, “সুর কই?”