এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২০৭
বনস্পতি
যে লুব্ধ ধূলির তলে লুকাতে চাহিবে তব লাভ
সে তোমারে ফাঁকি দেবে শেষে।
লুণ্ঠনের ধন লুঠি’ সর্ব্বগ্রাসী দারুণ অভাব
উঠিবে কঠিন হাসি হেসে॥
আসুক তোমার প্রেম দীপ্তিরূপে নীলাম্বর-তলে,
শান্তিরূপে এসো দিগঙ্গনা।
উঠুক স্পন্দিত হ’য়ে শাখে শাখে পল্লবে বল্কলে
সুগম্ভীর তোমার বন্দনা।
দাও তা’রে সেই তেজ মহত্ত্বে যাহার সমাধান,
সার্থক হোক সে বনম্পতি।
বিশ্বের অঞ্জলি যেন ভরিয়া করিতে পারে দান
তপস্যার পূর্ণ পরিণতি॥
উঠুক তোমার প্রেম রূপ ধরি’ তা’র সর্ব্বমাঝে
নিত্য নব পত্রে ফলে ফুলে।
গোপনে আঁধারে তা’র যে-অনন্ত নিয়ত বিরাজে
আবরণ দাও তা’র খুলে।
তাহার গৌরবে লহ তোমারি স্পর্শের পরিচয়,
আপনার চরম বারতা।
তা’রি লাভে লাভ করা বিনা লোভে সম্পদ অক্ষয়,
তা’রি ফলে তব সফলতা॥
সান্ ইসিড্রো,
২৮ ডিসেম্বর, ১৯২৪।