পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২১৬

অনির্দ্দেশ অলক্ষ্যের পানে।
কভু পথতরু-চ্ছায়ে খেলাঘর ক’রেছি রচনা,
শেষ না হইতে খেলা চলিয়া এসেছি অন্যমনা
অশেষের টানে॥


আজি মোর ক্লান্তি ঘেরি’ দিবসের অন্তিম প্রহর
গোধূলির ছায়ায় ধূসর।
হে গম্ভীর, আসিয়াছি তোমার সোনার সিংহদ্বারে
যেখানে দিনান্ত-রবি আপন চরম নমস্কারে
তোমার চরণে নত হ’লো।
যেথা রিক্ত নিঃস্ব দিবা প্রাচীন ভিক্ষুর জীর্ণবেশে
নূতন প্রাণের লাগি’ তোমার প্রাঙ্গণ-তলে এসে
বলে “দ্বার খোলো”॥


দিনের আড়ালে থেকে কি চেয়েছি পাইনি উদ্দেশ,
আজ সে সন্ধান হোক শেষ।
হে চির-নির্ম্মল, তব শান্তি দিয়ে স্পর্শ করো চোখ,
দৃষ্টির সম্মুখে মম এইবার নির্ব্বারিত হোক
আঁধারের আলোক ভাণ্ডার।
নিয়ে যাও সেই-খানে নিঃশব্দের গূঢ় গুহা হ’তে
যেখানে বিশ্বের কণ্ঠে নিঃসরিছে চিরন্তন স্রোতে
সঙ্গীত তোমার॥