এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২২০
অঙ্গে অঙ্গে দিলে তা’র তরঙ্গের দোল;
কণ্ঠে দিলো আপন কল্লোল।
আলোকের নৃত্যে মোর চক্ষু দিলে ভরি’
বর্ণের লহরী।
খুলে গেলো অনন্তের কালো উত্তরীয়,
কত রূপে দেখা দিলো প্রিয়,
অনির্ব্বচনীয়॥
তাই মোর গান
কুসুম-অঞ্জলি-অর্ঘ্যদান
প্রাণ-জাহ্নবীরে।
তাহারি আবর্ত্তে ফিরে ফিরে
এ পূজার কোনো ফুল নাও যদি ভাসে চিরদিন,
বিস্মৃতির তলে হয় লীন,
তবে তা’র লাগি’, কহ
কার সাথে আমার কলহ?
এই নীলাম্বর-তলে তৃণ-রোমাঞ্চিত ধরণীতে,
বসন্তে বর্ষায় গ্রীষ্মে শীতে
প্রতিদিবসের পূজা প্রতিদিন করি’ অবসান
ধন্য হ’য়ে ভেসে যাক গান॥
জুলিয়াে চেজারে জাহাজ,
১৬ জানুয়ারী, ১৯২৫।