পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

বদল

হাসির কুসুম আনিল সে, ডালি ভরি’,
আমি আনিলাম দুখ-বাদলের ফল।
শুধালেম তা’রে “যদি এ বদল করি
হার হ’বে কার বল্।”
হাসি কৌতুকে কহিল সে সুন্দরী
“এসোনা বদল করি।
দিয়ে মোর হার লব ফল ভার
অশ্রুর রসে ভরা।”
চাহিয়া দেখিনু মুখপানে তা’র
নিদয়া সে মনোহরা॥