পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২২৮

ভুলেছ ভুলেছ কক্ষ
দূরবীণ ভ্রষ্ট-লক্ষ্য
কোথা হ’তে কোথায় পতন।
ত্যজি’ দীপ্ত ছায়া-পথে
পড়িয়াছ কায়া-পথে,
মেদ-মাংস-মজ্জা-নিকেতন।
বিধি বড়ো অনুকূল,
মাঝে মাঝে হয় ভুল,
ভুল থাক জন্ম জন্ম বেঁচে।—
তবু-তো ক্ষণেক তরে
ধূলিময় খেলা ঘরে
মাঝে মাঝে দেখা দাও কেঁচে।
তুমি অদ্য কাশী-বাসী,
সম্প্রতি লয়েছ আসি’
বাবা ভোলানাথের শরণ;
দিব্য নেশা জ’মে ওঠে
দু’বেলা প্রসাদ জোটে,
বিধিমতে ধূমোপকরণ।
জেগে উঠে মহানন্দ
খুলে যায় ছন্দোবন্ধ,
ছুটে যায় পেন্সিল উদ্দাম,