পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

প্রশ্রয়

দিয়েছো প্রশ্রয় মােরে, করুণা-নিলয়,
হে প্রভু, প্রত্যহ মােরে দিয়েছো প্রশ্রয়।
ফিরেছি আপন-মনে আলসে লালসে
বিলাসে আবেশে ভেসে প্রবৃত্তির বশে
নানা পথে, নানা ব্যর্থ কাজে, তুমি তবু
তখনাে যে সাথে সাথে ছিলে মাের, প্রভু,
আজ তাহা জানি! যে অলস চিন্তালতা
প্রচুর পল্লবাকীর্ণ ঘন জটিলতা
হৃদয়ে বেষ্টিয়াছিল, তা’রিশাখাজালে
তােমার চিন্তার ফুল আপনি ফুটালে,
নিগূঢ় শিকড়ে তার বিন্দু বিন্দু সুধা
গােপনে সিঞ্চন করি’। দিয়ে তৃষ্ণা-ক্ষুধা,
দিয়ে দণ্ড পুরস্কার, সুখ দুঃখ ভয়
নিয়ত টানিয়া কাছে দিয়েছো প্রশ্রয়।


(২৩ ফাল্গুন, ১৩০৭)