এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সাগর সঙ্গম
হে পথিক কোন্ খানে
চ’লেছো কাহার পানে?
পোহালো রজনী উঠে দিনমণি
চ’লেছি সাগর স্নানে
উষার আভাসে তুষার বাতাসে
পাখীর উদার গানে
শয়ন তেয়াগি উঠিয়াছি জাগি,
চ’লেছি সাগর স্নানে।
২
শুধাই তোমার কাছে
সে সাগর কোথা আছে?
যেথা এই নদী বহি’ নিরবধি
নীল জলে মিশিয়াছে।
যেথা হ’তে রবি উঠে নব ছবি
মিলায় যাহার পাছে;
তপ্ত প্রাণের তীর্থ স্নানের
সাগর সেথায় আছে।