এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৩৩
সাগর সঙ্গম
৩
পথিক, তোমার দলে
যাত্রী ক’জন চলে?
গণি তাহা ভাই শেষ নাহি পাই
চ’লেছে জলে স্থলে।
তাহাদের বাতি জ্বলে সারারাতি
তিমির আকাশ তলে
তাহাদের গান সারা দিনমান
ধ্বনিছে জলে স্থলে।
8
সে সাগর কহ তবে
আর কতদূরে হবে?
আর কতদূরে আর কতদূরে
সেই তো শুধায় সবে।
ধ্বনি তা’র আসে দখিন বাতাসে
ঘন ভৈরব রবে।
কভু ভাবি কাছে, কভু দূরে আছে
আর কত দূরে হবে।