এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২৪২
১৩
আজি তব নাহি ধ্বজা, নাই সৈন্য, রণ-অশ্বদল,
অস্ত্র খরতর,—
আজি আর নাহি বাজে আকাশেরে করিয়া পাগল
হর হর হর।
শুধু তব নাম আজি পিতৃলোক হ’তে এলো নামি’,
করিল আহ্বান,
মুহূর্ত্তে হৃদয়াসনে তোমারেই বরিল, হে স্বামী,
বাঙালীর প্রাণ।
১৪
এ কথা ভাবেনি কেহ এ তিন শতাব্দ-কাল ধরি’—
জানেনি স্বপনে—
তোমার মহৎ নাম বঙ্গ - মারাঠারে এক করি’
দিবে বিনা রণে।
তোমার তপস্যা-তেজ দীর্ঘকাল করি’ অন্তর্দ্ধান
আজি অকস্মাৎ
মৃত্যুহীন - বাণীরূপে আনি দিবে নূতন পরাণ,
নূতন প্রভাত।