পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪৩
শিবাজী-উৎসব

১৫

মারাঠার প্রান্ত হ’তে এক দিন তুমি ধর্ম্মরাজ,
ডেকেছিলে যবে,
রাজা ব’লে জানি নাই, মানি নাই, পাই নাই লাজ
সে ভৈরব রবে।
তোমার কৃপাণ -দীপ্তি একদিন যবে চমকিলা
বঙ্গের আকাশে
সে ঘোর দুর্যোগ-দিনে না বুঝিনু রুদ্র সেই লীলা,
লুকানু তরাসে।

১৬



মৃত্যু সিংহাসনে আজি বসিয়াছ অমর মূরতি—
সমুন্নত ভালে
যে রাজ-কিরীট শোভে লুকাবে না তা’র দিব্য-জ্যোতি
কভু কোনোকালে।
তোমারে চিনেছি আজি, চিনেছি চিনেছি, হে রাজন্,
তুমি মহারাজ।
তব রাজকর ল’য়ে আটকোটি বঙ্গের নন্দন
দাঁড়াইবে আজ।